হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে স্থানীয় সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের পর বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩আগষ্ট) বেলা ২ টার পরে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল হেন্ড ফ্লাগ পেস্টুন হাতে খন্ড খন্ত মিছিল নিয়ে উপজেলা সদরে এসে একত্র হয়। পরে বিকেল ৫ টায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে এ সময় বিএনপি, যুদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল একত্র হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা খোন্দকার আবুল কালাম, ইকবাল উদ্দিন রাশেদ, আলাউদ্দিন আলো। যুবদলের ফাহিম উদ্দিন, অ্যাডভোকেট নুর হোসেন সুমন, মমিন উল্লা রাসেল, সাব্বির উদ্দিন মাছুম। সেচ্ছাসেবক দলের আকরাম হোসেন, সুমন তালুকদার। ছাত্রদলের রিয়াজ মাহমুদ আবদুল হালিম সহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।