নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি সিংড়া বাসষ্ট্যান্ড পৌর বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাস টার্মিনাল গেটে পথ সভা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফির সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিক, রাজশাহী নিউ ডিগ্রি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জার্জিস কাদির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাবেক যুবদলের সভাপতি আতিকুর রহমান লিটন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি শামীম হোসেন, বিএনপি নেতা সাইদুর রহমান সাধু, সাবেক জিএস আতাউল গনি পলাশ, সাবেক ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বুলেট, ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু প্রমূখ।