বাগেরহাটের মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ইকরাম মোল্লা নামে অসহায় এক কৃষকের ফলন্ত প্রায় এক হাজার উচ্ছেগাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মোল্লারকুল গ্রামের মধ্যপাড়া এলাকায় সোমবার দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে ওই কৃষক পরিবার।
স্থানীয়রা জানান, অত্যন্ত গরীব অসহায় কৃষক ইকরাম মোল্লা দুটি মৎস্য ঘের লীজ নিয়ে লোনের টাকায় ওই ঘেরের পাড়ে এক হাজার সোপ উচ্ছে (সবজি) আবাদ করেন। কঠোর পরিশ্রমের ফলে গাছ গুলো অত্যন্ত ভালো হওয়ায় লোনের টাকা পরিশোধ সহ অনেক লাভের স্বপ্ন ছিলো পরিবারটির। গত সোমবার প্রথম বারের মত ১১ হাজার টাকার উচ্ছে বিক্রি করেন কৃষক ইকরাম। আগামী তিন মাসে প্রায় চার লাখ টাকার উচ্ছে বিক্রি করা যেত বলেও জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরো জানান, ওই গ্রামে দীর্ঘদিন ধরে খাকী ও কাজী বংশের বিরোধ চলছে। ওই বিরোধের জেরে খাকীদের পক্ষের লোক হওয়ার কারণে অসহায় কৃষক ইকরাম মোল্লার আবাদি দুটি ঘেরের পাড়ের প্রায় এক হাজার ফলন্ত উচ্ছে গাছের গোড়া কেটে ক্ষতিসাধন করে প্রতি পক্ষ। এতে করে দিশেহারা হয়ে পড়েছে ওই কৃষক পরিবার। এঘটনার দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত কৃষক দম্পতি ইকরাম মোল্লা ও তাসলিমা জানান, নিজেদের চাষাবাদের জমি না থাকায় অন্যের মৎস্য ঘের লীজ নিয়ে লোনের টাকায় ঘেরের পাড়ে উচ্ছে গাছ লাগান। গাছ এবং ফল খুব ভালো হয়েছে, গত সোমবার প্রথমবার ১১ হাজার টাকার উচ্ছে বিক্রিও করেছেন। এরপর রাতে তাদের ফলন্ত গাছ কেটে ফেলা হয়। এতে তাদের অন্ততঃ চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান। তারা আরো বলেন, যদিও দেখে নাই, তবু তারা বুঝতে পেরেছেন যে, কারা এ ক্ষতি করেছে। দৃষ্টান্তমূলক বিচার দাবিতে আইনের আশ্রয় নিবেন বলেও জানান তারা।