বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকাল ৫টায়, চিতলমারী সদর বাজার ও প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে প্রতিবাদ সভা করে। সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নেয়ামত আলী খান তার বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড.মোহাম্মদ উইনুসের নেতৃত্বাধিন স্ব-রাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা ড.এম সাখাওয়াত হোসেনের আওয়ামী প্রীতির জন্য অনতী বিলম্বে তার পদত্যাগ ও গোপালগঞ্জসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলার কঠোর পদক্ষেপ ও আওয়ামী ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি ও তার সমমনা দল গুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় সেচ্ছাসেবক দলের ইউনিয়ন ওয়ার্ড ও উপজেলা পর্যয়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।