চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এবং হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ঠেকাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা জামায়াতে ইসলামি ও ছাত্রশিবিরের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নতুন বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ আগষ্ট) সকালে উপজেলার যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা হয়। এতে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি উপজেলা দায়িত্বশীল মাওলানা তানভীর আহমেদ খলিল, যশরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, বারবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আরিফুল হক, বিশিষ্ট আলেম সুলতান আহমেদ জুনাইদী, গফরগাঁও থানা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রমুখ। বক্তারা বলেন, গফরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা কোনো হামলা হয়নি। রাজনৈতিক দলের নেতাকর্মীরা মন্দির পাহারা দিচ্ছে। তারা আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সব ধর্ম, বর্ণ গোত্রের মানুষ মিলেমিশে বাংলাদেশকে বসবাস যোগ্য করার জন্য নতুন প্রত্যয়ে এগিয়ে যেতে চাই। দেশকে গড়তে যা করা দরকার সবাই মিলেমিশে করার চেষ্টা চালিয়ে যাবো।