মাদক বিক্রির টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে যুবদল নেতা ও তার সহযোগিদের হামলায় সুলতান হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকচর গ্রামে।
মঙ্গলবার দুপুরে নিহতের ছেলে মনিরুজ্জামান জুয়েল অভিযোগ করে বলেন, আমি পূর্বে মাদক ব্যবসা করলেও দীর্ঘদিন থেকে সবছেড়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাচ্ছি। এরইমধ্যে গত ১১ আগস্ট দুপুরে পাশ্ববর্তী বকশির চর গ্রামের সেকান্দার হোসেনের ছেলে উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক ও তার সহযোগীরা আমার বাড়িতে এসে মাদক ব্যবসার টাকার ভাগ চায়। আমি দীর্ঘদিন থেকে এ ব্যবসা ছেড়ে দিয়েছি, এ কথা আমার বাবা তাদের জানানো সত্বেও তারা বাগবিতন্ডার একপর্যায়ে বাবার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার (সুলতান হাওলাদার) মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে মাদক বিক্রির টাকার ভাগ চাওয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক বলেন, জুয়েলকে মাদক বিক্রি বন্ধ করতে যুবদল কর্মীরা তার বাড়িতে গিয়েছিলো। ওইসময় তার পরিবারের সদস্যরা যুবদল নেতাদের ওপর হামলা চালায়। সেইসময় পরে গিয়ে সুলতান হাওলাদার স্টোক করে মারা গেছেন বলে শুনেছি।