নগরীর চৌমাথা এলাকায় শিক্ষার্থীদের চেক পোস্টে মঙ্গলবার ভোরে তল্লাশির সময় রাজিব আকন নামের এক শ্রমিকের ব্যাগে ছুরি পাওয়া গেছে। পরে ডাকাত সন্দেহে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাজিব আকন (১৯) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ছোপখালী গ্রামের বাসিন্দা ইউনুস আকনের ছেলে। সে (রাজিব) তার বাবার সাথে সিলেটে গভীর নলকূপ স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কোতোয়ালি মডেল থানার এসআই মাইনুল ইসলাম বলেন, ভোরের দিকে নগরীর নথুল্লাবাদ থেকে রাজিব ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় পৌঁছলে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা তাকে তল্লাশি করে। এ সময় রাজিবের কাছে একটি চাকু পাওয়া যায়। পরে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা ডাকাত সন্দেহে রাজিবকে গণপিটুনি দেয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গুরুত্বর আহতবস্থায় রাজিবকে থানায় নিয়ে আসে শিক্ষার্থীরা। পরে তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল মর্গের সামনে থাকা রাজিবের মা শিউলী বেগম বলেন, তার স্বামীর সাথে ছেলেও সিলেটে গভীর নলকূপ স্থাপনের কাজ করে। সোমবার সন্ধ্যায় সিলেট থেকে রাজিব বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। তিনি আরও বলেন, রাজিবের কাছে নাকি ছুরি পাওয়া গেছে। এজন্য তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শিউলী বেগম বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।