পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্বশত্রুতার জেরে এক ইউপি সদস্যের বাড়ী ভাংচুর করায় ফরিদ হাওলাদার নামে এক বিএনপি নেতা বহিস্কার হয়েছেন। বহিস্কৃত নেতা ফরিদ হাওলাদার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। মঙ্গলবার পিরোজপুর জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে স্থায়ী বহিস্কার করে। জানা গেছে, উপজেলার বিগত বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে বিএনপি নেতা ফরিদ হাওলাদার মোঃ শাহরিয়ার কাছে পরাজিত হন। এই পরাজয়ের প্রতিশোধ নিতে তিনি সুযোগ পেয়ে লোকজন নিয়ে শাহরিয়ার বাড়ীতে হামলা ও ভাংচুর করে। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, পূর্বশত্রুতার জেরে ইউপি সদস্য শাহরিয়ার বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ফরিদ হাওলাদারকে দল থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে।