গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর বিভিন্ন চরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। অব্যাহত ভাঙনে সদ্য রোপনকৃত আমন ক্ষেত বীজতলাসহ নানাবিধ ফসলি জমি, গাছপালা নদীগর্ভে বিলিন হচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলা কাপাশিয়া ও হরিপুর ইউনিয়নে শতাধিক বিঘা আবাদি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলিন হয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছেন চরবাসি।
উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী। প্রতিবছর তিস্তায় পানি বাড়ার সাথে সাথে বা বন্যা আসলেই শুরু হয় নদী ভাঙন। চলতে থাকে বছর ব্যাপী। নদী পাড়ের মানুষের দাবি, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ দিনেও স্থায়ী ভাবে নদী ভাঙন রোধ, ড্রেজিং, নদী খনন, ও সংস্কারের উদ্যোগ গ্রহন করেনি সরকার। এ কারণে প্রতি বছর পাঁচ শতাধিক বসতবাড়ি, হাজারও হেক্টর আবাদি জমি নদীগর্ভে বিলিন হচ্ছে।
হঠাৎ করে গত এক সপ্তাহ ধরে তিস্তার পানি বাড়তে থাকায় নদী ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে শতাধিক বিঘা জমির আমনক্ষেত, বীজতলাসহ নদী গর্ভে বিলিন হয়ে গেছে বলেন কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাশিয়া গ্রামের রফিকুল ইসলাম। ভাঙনের মুখে শতাধিক বিঘা আবাদি জমি। তার ভাষ্য নদীতে পানি বাড়লে এবং বন্যা আসলে তিস্তার চরাঞ্চলের মানুষের কষ্টের সীমা থাকে না। কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মনজু মিয়ার দাবি নদী খনন, ড্রেজিং, স্থায়ীভাবে ভাঙন রোধে কল্পে বহুবার চাহিদা প্রদান করা হয়েছে। কিন্তু আজও কোন ব্যবস্থা সরকারের পক্ষ হতে নেয়া হয়নি। শুধুমাত্র ভাঙন রোধে প্রাথমিক ভাবে জিও ব্যাগ ও জিও টিউব ফেলা হচ্ছে। স্থায়ী ভাবে ভাঙন ঠেকানো না হলে চরবাসির দুঃখ কোন দিনও দূর হবে না।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাশিদুল কবির জানান, কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের কয়েকটি চরে তিস্তার ভাঙনে আমনক্ষেত, বীজতলাসহ অন্যান্য ফসলি জমি নদীগর্ভে বিলি হচ্ছে। এতে করে কৃষকদের ক্ষতি হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল জানান, কাপাশিয়া ও হরিপুর ইউনিয়নের চেয়ারম্যানগণ মোবাইল ফোনে জানিয়েছেন নদীভাঙন শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী হাফিজুল হক জানান, বিষয়টি তার জানা নাই। তবে ভাঙন রোধে জিও ব্যাগ ও জিও টিউব ফেলা হচ্ছে। স্থায়ী ভাবে ভাঙন রোধ সরকারের উপর মহলের সিদ্ধান্তের ব্যাপার। উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম জানান, ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।