দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে বন্ধ থাকার পর মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে রাজশাহীতে স্বল্প দূরুত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে করে যাত্রীদের মধ্যে কিছুটা শঙ্কা থাকলেও স্বস্তি ফিরে আসছে। তবে আগামী দু’এক দিন চলাচলে কোন বিঘœতা দেখা না গেলে যাত্রীদের মধ্যে পুরোপুরি স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। এদিন মঙ্গলবার সকাল ৬টা ১০মিনিটে প্রথমে ৫৬৩ আপ লোকাল ট্রেন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর সকাল ৮টা ৫মিনিটে মহানন্দা এক্সপেক্স মেইল ট্রেনটি ছেড়ে যায়। এদিন বিকেল ৫টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত রেল পথে কোন বিঘœতার খবর পাওয়া যায়নি। ফলে আগামী ১৫ আগস্ট বৃহস্পতিবার বিভাগীয় শহর রাজশাহী থেকে আন্তঃনগর ট্রেন চলানোর সীদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
এ তথ্য নিশ্চিত করে পশ্চিম রেলওয়ে রাজশাহীর স্টেশন ম্যানেজার আবদুল করিম জানান, ইতিমধ্যেই সোমবার (১২ আগস্ট) থেকে রাজশাহীতে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এরপর মেইল, লোকাল ও কমিউটার ট্রেন যাতায়াত শুরু। আর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও ট্রেন চলাচলের খবরে অন্য সেক্টরের মতো এখানেও শৃঙ্খলার ক্ষেত্রে নজরদারি শুরু করেছেন শিক্ষার্থীরা।