মালোশিয়াশে ফিরে রাজধানীর উত্তরায় স্বজনদের বাড়িতে উঠেন সাইফুল ইসলাম সেকুল (৩১)। পরে ছোট বোনকে সঙ্গে নিয়ে বৈষম্যেরবিরোধী আন্দোলনে অংশ নেয় সে। কিন্তু একটি বুলেট এর আঘাতে নিভে যায় তার জীবন প্রদীপ।
গত ৫ আগস্ট সোমবার ছোট বোন লিমা আক্তার রিমুকে সঙ্গে নিয়ে বৈষম্যেরবিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশ নিলে বিকেলে রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় সেকুল। পরে তাঁকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ওইদিন রাতেই লাশ নিয়ে গ্রামের বাড়ি ফিরেন তার বোন। পরের দিন ৬ আগস্ট মঙ্গলবার সকালে গুজিরকোনা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার লাশ।
নিহত সাইফুল ইসলাম সেকুলের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বাড়ইকান্দি গ্রামে। তাঁর বাবা সিকান্দার আলী মারা গেছেন দীর্ঘদিন আগেই। দুই ভাই ও দুই বোনের মধ্যে নিহত সেকুল ছিল দ্বিতীয়।
গতকাল নিহতের বাড়ি গেলে দেখা যায়, ছেলে হারিয়ে শোকে যেন পাথর হয়ে গেছেন মা। চেখের সামনে ভাইয়ের মৃত্যুর দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছে না ছোট বোন। থেমে থেমে কান্নায় ভেঙে পড়ছেন সবাই। সেকুলের এমন মৃত্যুতে হতবাক আত্মীয় স্বজনসহ পুরো এলাকার মানুষ। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন তাঁর বড় ভাই। এক বছর আগে জীবিকার তাগিদে প্রবাসী হিসেবে মালোশিয়া গিয়েছিলেন সেকুল। কিন্তু বৈষম্যেরবিরোধী আন্দোলনে নিজেও অংশ নিতে গত ৩ আগস্ট শনিবার রাতে দেশে ফিরেছিলেন।
চোখে সামনেই গুলিতে বড় ভাইয়ের মৃত্যু এ দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছেন না ছোট বোন লিমা আক্তার। সেই সময়কার দৃশ্যটা ভেবে ভেবে বার-বার কান্নাকাটি করছেন। তিনি বলেন, আমার চোখের সামনেই আমার ভাইটা মারা গেলো, আমি লাশ নিয়ে বাড়ি আইলাম। বিশ্বাস হয়না যে ভাই দুনিয়া থেকে চলে গেছে।
কান্না জারিত কন্ঠে মা খুদেজা খাতুন বলেন, আমার ছেলে আমাকে ফোন দিয়ে বলেছিল ঢাকার অবস্থা খুবই ভয়াবহ। কিন্তু চিন্তা না করতে বলেছিল আমাকে। সে তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু এ বলে চিরতরে দুনিয়া থেকে চলে গেল। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন সেযেন জান্নাতবাসী হয়।