খুলনার কয়রা উপজেলার ১নং কয়রা গ্রামের আলমগীর ও তার সহযোগিদের দ্বারা কয়রা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এসএম আমিনুর রহমানের উপর সন্ত্রাসী হামলা ও জীবন নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় কয়রা সদরের তিন রাস্তার মোড়ে মানববন্ধন শেষে সন্ত্রসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তৃতা করেন কয়রা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ রুহুল কুদ্দুস, প্রভাষক নুরুজ্জামান মল্লিক, জহরুল ইসলাম, মোস্তফা ওলিউল্লাহ, মোস্তফা বাবুল আখতার, মোঃ বাবুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোশারাফ হোসেন রাতুল, সাংবাদিক গোলাম রব্বানী, কলেজের শিক্ষার্থী মৌমিতা আক্তার, রাজিয়া খাতুন, রেশমা আক্তার প্রমুখ। মানববন্ধনে শত শত ছাত্রী, শিক্ষক, কর্মচারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বক্তরা অধ্যক্ষ এসএম আমিনুর রহমানের উপর হামলাকারী আলমগীর ও তার সহযোগিদের গ্রেপ্তারে দাবি জানান।