বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর সারাদেশে যে ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে তাতে ফুলবাড়ী থানারও পুলিশের সেবা কার্যক্রম স্থমিত হয়ে পড়ে। থানা পুলিশ সদস্যরা অনেকটা কোণঠাসা হয়।
বেশ কয়েকদিন এখানে থানার কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হলে সারা দেশের সাথে ফুলবাড়ী থানা পুলিশের কার্যক্রম শুরু হয়।
এই ধারাবাহিকতায় মঙ্গলবার ফলবাড়ী থানা পুলিশের সদস্যরা তাদের পোশাক পড়ে মোটরসাইকেল বহর প্রদর্শন করে জনগণকে থানা পুলিশের কার্যক্রম জানান দিয়েছে। এর নেতৃত্ব দেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান।
মঙ্গলবার সকালে পুলিশের মোটারসাইকেল বহরটি থানা চত্ত্বর থেকে বের হয়ে ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদর্শন করে দুপুরে থানায় ফিরে। প্রদর্শনকালে কিছু কিছু স্থানে জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন থানার ওসি নওয়াবুর রহমান।
এ ব্যাপারে ওসি নওয়াবুর রহমান জানান, আমরা পুরোদমে থানার কার্যক্রম শুরু করেছি। এটি জনগণকে জানান দেয়ার জন্য পুলিশের মোটরসাইকেল বহর নিয়ে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন স্থান প্রদর্শন করেছি। থানায় অভিযোগ ও জিডি নেওয়া হচ্ছে।
ওসি নওয়াবুর রহমান আরও জানান, ফুলবাড়ীতে সংখ্যালঘুদের উপর হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি। সামনের দিনে এখানে সংখ্যালঘুদের উপর হামলা বা ভাংচুরের ঘটনা ঘটবেনা এমন প্রত্যাশা করছি।