মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এ.আর.মানিকের আয়োজনে তার নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও বিএনপির নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। প্রথমে মিলাদ পরবর্তীতে দোয়া শেষে মোনাজাত করেন মুফতি সাফায়াত হোসেন ও মাওলানা মোছলেহ উদ্দিন। এরপর দুপুরের খাবার পর অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, উপজেলা বিএনপির সদস্য পিয়ার আলী মোল্লা, জেলা য্বুদল আহ্বায়ক সদস্য হাসান আহমেদ, লতব্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মুন্সী, শ্রমিক দল নেতা বাদশা মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মুসা, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, রশুনিয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সেন্টু, রশুনিয় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব লস্কর প্রমুখ।