কতিপয় চিহ্নিত দুষ্কৃতিকারীরা পাবনার সুজানগরের আহম্মদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ীতে অগ্নিসংযোগ করেছে। আগুনে চারটি টিনের ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যা রাতে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার কতিপয় চিহ্নিত দুষ্কৃতিকারী প্রথমে ওই আবুল কালাম আজাদের একটি বসত ঘরে আগুন দেয়। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই ঘর ও ঘরে থাকা ধান, চাল,আসবাবপত্র এবং অন্যান্য মালামালসহ আরো তিনটি টিনের ছাপড়া ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ী-ঘর পরিদর্শন করেছেন।