চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আবারও ৬ দিনের মাথায় বরকল ও হাশিমপুর ইউনিয়নে পৃথক গরু চুরি সংঘটিত হয়েছে। জানাযায়-গত মঙ্গলবার রাতে সংঘবদ্ধ গরু চোরের দল রাতে বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিমের এগ্রো-ফারমে হানা দেয়। এ সময় অস্ত্র ধরে ফারমের কর্মীকে হাত পা বেধেঁ ২ লাখ টাকা মূল্যের একটি দুধেল গরু নিয়ে পালিয়ে যায়। অপরদিকে একই সময়ে উপজেলার হাশিমপুর ৫নং ওয়ার্ডস্থ ভান্ডারী পাড়ায় হানা দিয়ে মোজাফ্ফর আহমদের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ১ টি পাশের মোসলেম্ উদ্দিনের গোয়াল ঘর থেকে ২টি বড় গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ গরু চোরের দল। যার আনুমানিক মূল্য ৫লাখ টাকা বলে ক্ষতি-গ্রস্থ পরিবারের সদস্যরা জানিয়েছেন। উল্লেখ্য যে গত ৯ই আগস্ট এ উপজেলার বরকল ইউনিয়নের ৯ ও ৭ নং ওর্য়াড থেকে ১১লাখ টাকা মূল্যের ৭টি গরু চুরি করা হয়েছে। চলমান পরিস্থিতিতে চন্দনাইশে গরু চুরি সংঘটিত হওয়ার স্থানীয় কৃষকরা আতঙ্কের মধ্যে রয়েছে। এ দুই ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম ও খোরশেদ বিন ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং রাতে এলাকায় পাহারা দেওয়ার কথা বলেন।