প্রকাশ্যে বা গোপনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড আর চালানো যাবে না। মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ফয়জুল বাশার।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর অ্যাকাডেমিক কাউন্সিলের প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়ে থাকে এবং ভবিষ্যতেও হবে। এর আগে ১১ আগস্ট অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যারমধ্যে মেডিকেল কলেজের হোস্টেলে ছাত্র/ছাত্রীদের সিট বন্টন কলেজ প্রশাসনের মাধ্যমেই হয় এবং হোটেলে ছাত্র প্রতিনিধি মেধার ভিত্তিতে নির্বাচিত হয় এধারা অব্যাহত থাকবে। এ ছাড়া বর্তমানে কলেজ ক্যাম্পাসে কোন রাজনৈতিক ব্যানার ও পোস্টার লাগানো নিষিদ্ধের ধারা অব্যাহত থাকবে।
অপরদিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের আবেদনের ভিত্তিতে ক্যাম্পাসের হোস্টেলে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের দলীয় ব্যানারে প্রকাশ্যে বা গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যাবে না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেইসঙ্গে কোনো শিক্ষক, ছাত্র-ছাত্রীদের দলীয় রাজনীতিতে উদ্বুদ্ধ বা উৎসাহিত করতে পারবেন না বলেও সভায় সিদ্ধান্ত হয়। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক মিছিল করা যাবে না কিংবা ছাত্র-ছাত্রীদের মিছিলে ডাকা যাবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া হোস্টেলে ছাত্র-ছাত্রীদের অবস্থান ও বসবাস নিরাপদ রাখতে হোটেল সুপারদের সার্বিক নজর রাখার ব্যত্যয় হলে তা কলেজ প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত হয়। পাশাপাশি উল্লিখিত সিদ্ধান্ত অমান্যের তৎপরতা যে করবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে মেডিকেল কলেজে বিরাজমান সুষ্ঠু পরিস্থিতি অব্যাহত রাখাসহ অ্যাকাডেমিক কার্যক্রম আগের ন্যায় গতিশীল রাখার জন্য ছাত্র, শিক্ষক ও কর্মচারীর সহযোগিতা কামনা করা হয়েছে।