ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাজ্জাদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবর সহ আর্থিক সহায়তা করলেন সাঘাটা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে বিএনপি নেতৃবৃন্দ নিহত সাজ্জাদের শ্যামপুর গ্রামের বাড়িতে কবর জিয়ারত ও পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ শেষে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মইন প্রধান লাবু, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, মামরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ সাজ্জাদ হোসেন সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। সে ঢাকা সিটি কলেজে পড়ালেখা করত।