ঝিনাইদহের কালীগঞ্জে উদ্বোধন হলো পূবালী ব্যাংক পিএলসির ২০০ তম উপশাখা। মঙ্গলবার সকাল ১০ টায় ফিতা কেটে ব্যাংকটির উপশাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক খুলনা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শেখ মোহাম্মদ সামছুদ্দোহা।
উদ্বোধন পূর্ববর্তী শহরের ব্যবসায়ী ও বিশিষ্টজনের সাথে মতবিনিময় সভা করেন ব্যাংকটির বিভিন্ন স্থরের কর্মকর্তারা। মতবিনিময় অনুষ্ঠানে ব্যাংকটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ঝিনাইদহ শাখা প্রধান এস.এম আশরাফুল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যশোর শাখার সহকারী ব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (আঞ্চলিক কার্যালয়, খুলনা) মো ফরিদ উদ্দিন, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান, কালীগঞ্জ পরিবেশক সমিতির সভাপতি আবদুল আলিম, সাধারন সম্পাদক সাংবাদিক শিপলু জামান, ব্যবসায়ী বাবু অধীর দত্ত, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিনসহ অন্যরা।
অনুষ্ঠানে কালীগঞ্জ পরিবেশক সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক শিপলু জামান বলেন, পূবালী ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করবে। এটা আমার প্রত্যাশা। এ সময় তিনি ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের স্বচতার ভিক্তিতে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক খুলনা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শেখ মোহাম্মদ সামছুদ্দোহা বলেন, এ ব্যাংক সবার জন্য। ব্যাংক গ্রাহকদের সেবা নিশ্চিত করতে সার্বক্ষনিক কাজ করবে, সেক্ষেত্রে আপনার সবাই সহযোগীতা করবেন।