পিরোজপুর জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের স্মরণে কাউখালী উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যায় কাউখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় উপজেলা বিএনপির আহ্বায়ক এস,এম আহসান কবীরের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপি'র সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচ, এম দ্বীন মোহাম্মদ, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম চান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, গাজী কামরুল ইসলাম শুভ, উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহ ইমরান ফারুক, শাফিউল আজম দুলাল, যুগ্ন আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, আমরাজুড়ী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব খান, চিড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শাহীন, কাউখালী সদর ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, কৃষক দলের সভাপতি ফারুক হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাওলা হোসেন মইন, যুগ্ম সাধারন সম্পাদক নাঈম হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন, সদস্য সচিব সোহায়েদ সিদ্দিক, শ্রমিক দলের সদস্য সচিব ইউসুব আকন প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।