সারাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতায় নোয়াখালী জেলার সকল উপজেলার ন্যায় বেগমগঞ্জ'র ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কের যানজট ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ছাত্রছাত্রী, বি এন সিসি, রোভার স্কাউট সহ যারা সড়কে থেকে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চৌমুহনী ট্রাফিক বিভাগ।
চৌমুহনী ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সোমবার দুপুরে চৌরাস্তায় এই কার্যক্রম শুরু করেন ট্রাফিক বিভাগের টি আই আসাদুজ্জামান, এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট পংকজ বর্মন, এটিএসআই মোঃ শহীদ, রফিক, বাহাদুর, কনস্টেবল মোঃ সিরাজুল ইসলাম, আবুল কালাম, দুলাল পাটোয়ারী, হেলাল উদ্দিন, মুন্সি মোশাররফ ও সামাজিক নেতৃবৃন্দ।
এক প্রশ্নের জবাবে টি আই আসাদুজ্জামান বলেন, যেখানে পুলিশ ও আমরা নিরাপত্তাহীনতার কারণে সড়কে কাজ করতে পারেনি সেখানে এই কোমলমতি ছাত্র-ছাত্রী বিএনসিসি, রোভার স্কাউট ও বিভিন্ন সামাজিক সংগঠন স্বেচ্ছায় দায়িত্ব মনে করে সড়কে কাজ করেছেন তারা সত্যিই প্রশংসার দাবি রাখে, আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন এই কাজে ছাত্র-ছাত্রী সহ যারা সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও সালাম জানিয়েছেন নোয়াখালীর মানবিক পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।