সেনবাগে সেনাবাহিনীর সহায়তায় সেনবাগ থানার আইন শৃঙ্খলা ও সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে থানার পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। এ সময় সেনাবাহিনী সদস্যদের সহায়তায় থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। তবে থানার নিরাপত্তায় এখনো সেনা সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পতনের পর সারাদেশের বিভিন্ন থানায় হামলা ভাংচুর,অস্ত্র লুট ও পুলিশ সদস্যদের হত্যার প্রতিবাদের কর্মবিরতী শুরু করে পুলিশ সদস্যরা। এতে বন্ধ হয়ে যায় সেবা প্রদান কার্যক্রম। সেনবাবাহিনী সহযোগীতায় ফের সেবাদান কাযৃক্রম শুলু হয়। সকালে সেনবাগ থানা পরিদর্শনে গিয়ে দেখা গেছে সেবা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। কারো বাড়িঘরে হামলা,কারো চুরি,কারো পুলিশ ক্লিলিয়াররেন্স আবেদন। দয্যা সহকারী বিষয়গুলি শুনে তালিকা করে রাখছেন থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) হেলাল উদ্দিন।