ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষে নিহত লক্ষ্মীপুরের রামগতির উপজেলার শাহাদাত হোসেন শামীমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার উত্তরায় গুলিতে নিহত হয় উপজেলা সদর আলেকজান্ডার আসলপাড়া এলাকার আবদুল হাই মুরাদের ছেলে শাহাদাত হোসেন শামীম। শামীম ওই সময় ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। সে উপজেলা ছাত্রদলের একজন কর্মী ছিলেন।
রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান নিহত শাহাদাত হোসেনের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন। পরে পরিবারের সদস্যদের সাথে দেখা করে খোঁজ-খবর নেন এবং নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সস্পাদক মো. শিরাজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সাহেদ আলী পটু সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তুজা আল-আমিন, উপজেলা জামায়াতের আমীর মাও. আবদুর রহিমসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে আলেকজান্ডার বাজারের রহমানিয়া মার্কেট এলাকায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সস্পাদক মো. শিরাজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সাহেদ আলী পটু সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তুজা আল-আমিন, উপজেলা জামায়াতের আমীর মাও. আবদুর রহিম
এদিকে, ফেণীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষে সাইফুল ইসলাম নামের এক রিকসা চালক নিহত হয় বলে জানা যায়। সাইফুল ইসলাম উপজেলার চরগাজী ইউনিয়নের আলী আকবর হাজীরহাট এলাকার আবদুল মালেকের ছেলে। সে ফেণীতে রিকসা চালিয়ে সংসার চালাতেন।