বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংবাদ সম্প্রচারে সাহসী ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ টাঙ্গাইল ছাত্রসমাজের দেয়াল লিখনে স্থান পেলেন সাংবাদিক নওশাদ রানা সানভী। তিনি টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি।
পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ ও মুগ্ধর ছবি আর নানা স্লোগান সম্বলিত দেয়াল লিখনে সাংবাদিক নওশাদ রানা সানভীর ছবিকে স্থান দেয়ার প্রশংসা করেছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ জেলার সংবাদকর্মীরা। ছাত্রসমাজের দেয়া এই স্বীকৃতি স্মরণীয় ও অনুকরণীয় বলে আখ্যাও দিয়েছেন তারা।
দেখা গেছে, শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের শিক্ষা ভবনের দেয়াল লিখনে স্থান পেয়েছে সাংবাদিক নওশাদ রানা সানভীর ছবি। সড়কের ধারে পোস্টারে আটা দেয়াল গুলো পরিষ্কার করাসহ পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ ও মুগ্ধর ছবিসহ রং তুলিতে লেখা নানা স্লোগ্নানে এখন রঙিন হয়ে উঠেছে টাঙ্গাইল পৌর শহর।
বৈষম্যবিরোধী আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক ইমরান কবির বলেন, আন্দোলন চলাকালে সাংবাদিক নওশাদ রানা সানভীর সাহসীকতা আর সংবাদ সম্প্রচার আমাদের অনুপ্রাণিত করেছে। সেই স্বীকৃতিস্বরূপ আমাদের দেয়াল লিখনে স্থান পেয়েছেন তিনি।
নওশাদ রানা সানভী বলেন, অনেক সংবাদকর্মীই বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। আমি ভাবিনি ছাত্রসমাজ আমাকে এভাবে মনে রাখবে। তাদের এই স্বীকৃতি আর সম্মান আমাকে অনুপ্রাণিত করবে।
এ বিষয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ জানান, সানভীর স্বীকৃতি আমাদের সম্মানিত করেছে। বিজয়ী বীরদের টাঙ্গাইল প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজের পক্ষ থেকে অভিনন্দন। প্রতিটি ভালো কাজে ভবিষ্যতে ছাত্রসমাজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।