কয়রায় দুই মৎস্য ব্যবসায়ীকে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এ থেকে পরিত্রান পেতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। জানা গেছে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের আনোয়ার মোল্যার পুত্র জালাল উদ্দীন ও বিল্লাল মোল্যা দির্ঘদিন সুন্দরবনে মাছ, কাঁকড়া ধরার পাশাপাশি টুকিটাকি ব্যবসা করে আসছে। তারা কোন রকম দুষ্কৃত কাজের সহিত জড়িত নেই। সম্প্রতি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার, জেলেদের আশ্রয়দাতা সহ হরিণ শিকারের সাথে জড়িত রয়েছে বলে অপপ্রচার চালিয়েছে। তারা বলেন, আমরা কখনও এ ধরনের কাজের সাথে জড়িত ছিলাম না। আমাদের প্রতিপক্ষরা হয়রানী করতে মিথ্যা তথ্য প্রদান করে জনৈক এক ব্যাক্তির মাধ্যমে সাসাজিক যোগাযোগ মাধ্যমে বিভান্তিকর তথ্য প্রদান করে হয়রানী করছে। যা তদন্ত করলে সকল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে। এ ধরনের হয়রানি থেকে রেহাই পেতে তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।