নাম তার আকবর আলী (৩৫)। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের দূর্গতের গোষ্ঠীর প্রয়াত রহমত আলীর ছেলে। দীর্ঘ দেড় যুগ ধরে পাকশিমুল ভূমি অফিস সংলগ্ন তিতাস নদী দখল করে বালুর স্তুপ দিয়ে ব্যবসা করছেন দেদারছে। স্থানীয় জনপ্রতিনিধিদের বাঁধাকে আকবর তোয়াক্কাই করেনি। এত কিছুর পরও নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আকবর বলছেন, এটা নদীর জায়গা নয়। আমি জমা নিয়েছি।
সরজমিন অনুসন্ধান ও স্থানীয় একাধিক সূত্র জানায়, আকবর প্রথমে নৌকায় করে বালু বিক্রি করতেন। পরবর্তীতে পাকশিমুল ইউপি ভূমি অফিসের সামনে তিতাস নদীর অর্ধেক দখল করেন। সেখানে বালু জমা করে দিনে রাতে দেদারছে চলছে তার ব্যবসা। নদী দখলের কারণে পানি প্রবাহ বাঁধা গ্রস্ত হচ্ছে। নৌকা চলাচলে সমস্যা হচ্ছে। পাশেই হাজী শিশু মিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বালুর কারণে ঝুঁকিতে থাকেন সর্বক্ষণ। এ ছাড়া স্থানীয় যাত্রীবাহী ও পণ্যবাহী নৌকা গুলোকে অনেক দূর ঘুরে যেতে হচ্ছে। বাতাসে বালু উড়ে বাজার আশপাশের বাড়ি ঘরের মানুষ ও শিক্ষার্থীদের চোখে পড়ছে। নিয়মিত ট্রাক্টরে বালু নিয়ে বাজার ও সরাইল-অরূয়াইল সড়কের ক্ষতি করছেন। পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. কাউছার আহমেদ ও অরূয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, এটা শতভাগ সত্য আকবর নদীর একটা বড় অংশ দখল করে বালুর স্তুপ দিয়ে ব্যবসা করছে। এই ব্যবসাটা সে দীর্ঘদিন ধরে করে আসছে। এ বিষয়ে জানতে মুঠোফোনে আকবর আলীর সাথে যোগাযোগ করলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে ক্ষীপ্ত হয়ে বলেন, এটা নদীর জায়গা না। আমি মাঞ্জু মিয়া থেকে ভাড়া নিয়েছি। দুরূ মিয়া বালু নদীতে না। বালু জমির মধ্যে। ফোন রাখেন। এত কথা কইতে পারতাম না। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, নদীর অংশ বিশেষ লীজ দেওয়ার কোন বিধান নেই। আর নদী দখল করে বালুর স্তুপ দেওয়াও আইন পরিপন্থী কাজ। আমি খুঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।