গত কয়েকদিন ধরে চলা কর্মবিরতি শেষে কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। সোমবার হতে শুরু হয়েছে বোদা থানার স্বাভাবিক কার্যক্রম। এদিকে পুর্বের মতো সাধারণ ডায়েরি (জিডি) হারানো জিডি, মামলা গ্রহণসহ থানাতে পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সবাইকে দেশের জন্য নিরলসভাবে কাজ করতে হবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে জনগণের কল্যাণ আশা করা যায় না। তিনি আরও বলেন, একটি কঠিন পরিস্থিতিতে থানার স্বাভাবিক কার্যক্রম সাময়িক বিঘিœত হয়েছিল। সেসব পেছনে ফেলে এখন থেকে পুলিশ সদস্যরা জনগণের বন্ধু হয়ে পাশে থেকে কাজ করবেন। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের পর গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সরকারি বিভিন্ন স্থাপনাসহ বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা ভাংচুর, পিকেটিং, অগ্নিসংযোগ ও হামলা চালায়। এতে বোদার থানায় সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে।