বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র যুগ্ম মহাসচিব অ্যাড.আব্দুস সালাম আজাদ বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে পাক বর্বর হানাদার বাহিনীর চেয়েও ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল। নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত করেছিল। সোমবার (১২ আগস্ট) দুপুরে ভোলার দৌলতখান উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিয়াজের কবর জিয়ারত শেষে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিষ্ট ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিগত সতের বছরে বিএনপিরও ভিন্ন মতের অসংখ্য নেতাকর্মীদের গুম ও হত্যা করেছে। গায়েবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ হাজার হাজার নেতা কর্মীকে জেলে রেখেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সব গুম, খুন ও হ্ত্যাকান্ডসহ হয়রানি মূলক সকল মিথ্যা মামলার বিচার করা হবে। তিনি দেশে আজকের এই শান্তির পরিবেশ সৃষ্টির জন্য ছাত্র জনতার আন্দোলন ও সেনাবাহিনীর ভূমিকার প্রসংশা করেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দৌলতখান উপজেলায় শহিদ চার ছাত্র জনতার স্মরণে ও তাদের পরিবারকে সমবেদনা জানাতে কেন্দ্রীয় এনেতা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। এ সময় বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আ ক ম আবদুল কুদ্দুস রহমানও বক্তব্য রাখেন। এ সময় ভোলা জেলা বিএনপি'র সদস্য সচিব রাইসুল আলম, দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি গোলাম কবির স্বপন, সহসভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, সাবেক যুবদল নেতা জুয়েল মাহমুদ জুলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহিরসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির এ কেন্দ্রীয় নেতা সঙ্গীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শহিদ শাহিনের বাড়ি, দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সাবেক বাসিন্দা বর্তমানে বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাটা মারার ৫ নং ওয়ার্ডের শহিদ নাহিদুল ইসলাম নাহিদের বাড়িতে গিয়ে শহিদের কবর জিয়ারতসহ তাদের পরিবারেরকে সমবেদনা জানান।