ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার দুপুরে ইমামবাড়ি এলাকায় কালিবাড়ী, সাহাবাড়ি, পন্ডিত পাড়া, মধ্যবাজার, পালপাড়া, শিবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও উপজেলা, পাগলা থানা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
উপজেলার উস্থি ইউনিয়নের শ্রী শ্রী সার্বজনীন নাট মন্দির বাড়ী সহ উপজেলার বিভিন্ন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের চলমান পরিস্থিতির আলোকে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল বলেন, ‘বাংলাদেশ জামায়াত ইসলামি গফরগাঁও উপজেলা, পাগলা থানা ও পৌর শাখার উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের জান, মাল নিরাপত্তা দেয়া হচ্ছে। বাংলাদেশ আমাদের সকলের, হিন্দু-মুসলিম ভাই ভাই, মিলে মিশে থাকতে চাই।
নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বীদের লোকদের মতামত বা পরামর্শ সাদরে গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নিতে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আশরাফুল ইসলাম, পাগলা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, জামায়াত নেতা মারুফ আহমেদ, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি উপজেলা দায়িত্বশীল মাওলানা তানভীর আহমেদ খলিল ও সংগ্রামের সাংবাদিক মোফাজ্জল আনসারী প্রমুখ।