মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় দুই পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গুরুত্বর আহতরা হলেন, এড. সোহেল রানা (৩৮), তার স্ত্রী আইরিন আক্তার (৩২), জুয়েল বেপারি (৪৩) চাঁন মিয়া (৪৮), বড় বোন ঝুনু বেগম (৫০), আলী হোসেন জাকির হোসেনসহ ১০ জন আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হামপাতালে পাঠানো হয়। অপর পক্ষে নুরুল হক (৬৮) মোতালেব (৫০), জাহাঙ্গীর শেখ (৪৫), আনোয়ারা হোসেন (৭৪) ও আসাদ সিকদার (৫০) নামে ৫ জন গুরুত্বর আহত হয়েছেন। তাদেরকেও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রোববার রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর একটি দল। স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাসেল জানান এক পক্ষের ৫ জন ও অপর পক্ষের ৭ জন রোগী সন্ধা ৭ টার দিকে চিকিৎসা নিয়েছে। সকলেই গুরুতর তবে সোহেল রানা ও জাকির হোসেন আশঙ্কা জনক। সবাইকে ঢাকা মেডিকেলে রেফার করেছি। রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ বলেন, সন্ধ্যায় হামলার ঘটনা শুনেছি সেনাবাহিনীকে অবগত করি। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত পাই।