চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ পারভেজ সভায় সভাপতি ও স্বাগত বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা প্রেসক্লাবের সহ সম্পাদক আল মামুন বিশ্বাস, মুক্ত মহাদল স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক মফিজ আহমেদ নাদিমসহ এলাকার যুবরা।