পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে পিরোজপুরের ৭ উপজেলায় সনাতন ধর্মীয়দের মন্দিসহ সাধারন মানুষের জানমাল রক্ষায় দিনরাত পাহাড়া দেওয়া হচ্ছে। সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন এবং এর পরে সারা দেশের ন্যায় পিরোজপুরেও কিছু অনাকাঙ্খিত বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। যা একটি দুর্বৃত্ত গোষ্ঠীর কারবার। দেশকে ভয়াবহ সঙ্কটে ফেলতে ও বিএনপির জনপ্রিয়তাকে ক্ষুন্ন করতে তৃতীয় কোন পক্ষ মাঠে নেমে নৈরাজ্য, অগ্নিকান্ড, নাশকতা ও বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। এর সাথে বিএনপি বা এর সহযোগী সংগঠনগুলোর কোন সংশ্লিষ্টতা নেই। বরং তাদের নেতা-কর্মীরা মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘরের নিরাপত্তা দেয়ার জন্য রাত জেগে পাহাড়া দিচ্ছে। আওয়ামী সরকারের ১৭ বছরের দুঃশাসনে দেশের মানুষ ক্ষোভ প্রকাশ করছে। আওয়ামী সরকার সাংবাদিকদের বাকশক্তি কেড়ে নিয়েছিলো। যা বিএনপি পুন:রুদ্ধার করতে লড়াই করছে। ৫ আগস্ট পিরোজপুর প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা ও দুঃখ প্রকাশ করে এ ধরনের অপকর্মের সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য মির্জা জহুরুল হক, সদস্য সরদার কামরুজ্জামান চাঁন, পৌর বিএনপির সদস্য সচিব ছরোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।