বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি সাহসী ছাত্রনেতা ও বরিশালস্থ ইত্তেফাকের সাংবাদিক আমতলীর কৃতী সন্তান শহীদ সাংবাদিক নজরুলের ৫১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে নজরুল স্মৃতি সংসদ এক আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার সকাল ১০টায় শহীদ সাংবাদিক নজরুলের নামে প্রতিষ্ঠিত নজরুল স্মৃতি সংসদ- এনএসএস এর প্রশিক্ষ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অব:) মো. আনোয়ার হোসেন আকন, নাগরিক ফোরামের সভাপতি মো. আবুল হোসেন বিশ্বাস, সাংবাদিক খান মো. মতিয়ার রহমান, সাংবাদিক রেজাউল করিম, খায়রুল বাশার বুলবুল ও এনএসএস প্রোগ্রাম পরিচালক মো. শহিদুল ইসলাম প্রমুখ। সভা শেষে নজরুলের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। নজরুলের ৫১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ী চাওড়ার চন্দ্রা গ্রামে দিনব্যাপী কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে ১৯৭৩ সনের ১০ আগস্ট ছাত্রনেতা নজরুল ইসলামকে বরিশাল বিএম কলেজেরে ছাত্রাবাস থেকে ধরে নিয়ে হত্যা করা হয়। আজও পর্যন্ত তার লাশটিও পাওয়া যায়নি।