কয়েকদিন হতে রংপুরসহ সারাদেশে ট্রাফিকের কাজে নিয়োজিত রয়েছেন বাংলাদেশের সকল স্কুল, কলেজের শিক্ষার্থীরা। তারা সকাল থেকে শুরু করে রাত অবধী ট্রাফিকের কাজে নিয়োজিত রয়েছেন পাশাপাশি রাস্তা-ঘাট পরিস্কার করতেও কমতি নেই তাদের। রাস্তায় চলছে তাদের খাবারসহ যাবতিয় কার্যক্রম। এরূপ পরিবেশে তাদের পাশে রান্না করা খাবার নিয়ে এসেছেন কারমাইকেল কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) এম এ রউফ। এই শিক্ষককে রান্না করা খাবার বিতরণ করতে দেখা যায় মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে। এরপর তিনি নগরীর বিভিন্ন স্থানে তার নিয়ে আসা রান্না করা খাবার বিতরণ করেন।
খাবার বিতরণের কারণ জানতে চাইলে এম এ রউফ বলেন, বিগত কয়েকদিন হতে আমাদের হাতে গড়া শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকসহ বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। তারা সকাল থেকে রাত অবধী এসব বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন। আমরা এসব দেখে আর ঘরে থাকতে পারিনা। তাই এই সামান্য উপহার নিয়ে তাদের পাশে দাড়ানো।
দেশের বর্তমান অবস্থা প্রসঙ্গে এই শিক্ষক বলেন, বর্তমানে দেশের অবস্থা ভালো, আমরা চাই দেশ এগিয়ে যাক, দূর্নীতি কমুক। আমরা আর আগের দিনের কথা ভাবতে চাইনা। পুলিশ বাহিনীর প্রতি আমার অনুরোধ আপনারা আপনাদের আগের দিন ভুলে নিজেকে নতুন ভাবে কাজে নিয়োজিত করুন। আর শিক্ষার্থীদের প্রতি অনুরোধ তোমরা সব সময় দেশের কাজে নিজেদের নিয়োজিত রাখবে। তোমাদের দ্বারাই দেশ এগিয়ে যাবে বলে আমার বিশ^াস। আমার এই ছোট আয়োজন অব্যাহত থাকবে। এ সময় কারমাইকেল কলেজে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।