রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ভাবে নির্বাচিত হওয়ার পরেও যোগদান না দেওয়ায় দ্রুত যোগদানের দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন চাকুরী প্রার্থীরা।
১২ আগস্ট সকাল ১১ টায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নিয়োগ প্রত্যাশী ০৯ জন তৌফিকুল ইসলাম, রবিউল ইসলাম, নাহিদুল ইসলাম, কমল সরকার, মাহামুদুল ইসলাম, লিটন চন্দ্র বর্মন, মিলন আক্তার, প্রবীন কুমার বর্মন, হাবিবুর রহমানসহ তাদের পরিবার অংশ নেয় কর্মসূচিতে।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সূত্রে জানা যায়, রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন পদে গত ০৫/১২/২০২১ ইং তারিখে ‘২’টি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ সময় চাকুরী প্রত্যাশীগণ আবেদন করেন। ওই নিয়োগে ড্রাইভার পদের পরীক্ষা সম্পূর্ণ হলে তারা যোগদান করেন, তারা চাকুরীতে কর্মরত আছেন। পরবর্তীতে গত ১৮/০২/২০২২ ও ২৫/০২/২০২২ইং তারিখে অন্যান্য চাকুরী প্রার্থীগণ লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় যথাক্রমে অংশগ্রহণ করে। চাকুরী প্রত্যাশীগণের মধ্যে বিভিন্ন পদে ০৯ (নয়) জন ওই পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ওই পরীক্ষা সমূহের প্রাপ্ত নম্বর সহ ফলাফল ওই আদালতের নোটিশ বোর্ডে প্রকাশ করা হলে নির্বাচিতরা নির্বাচিত হবার বিষয়ে অবগত হয়। তখন থেকে আজ পর্যন্ত সাবেক আইন মন্ত্রী আনিছুল হকের ব্রাহ্মনবাড়িয়ার লোক নিয়োগ না করার কারণে নিয়োগ পত্র তৈরি হচ্ছে না বা নিয়োগের বিষয়ে কোন অগ্রগতি হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলেও কোন অগ্রগতি হচ্ছে না। তাই চাকুরি প্রার্থীরা ন্যায় বিচার কামনা করে বর্তমান আইনমন্ত্রীর কাছে আমাদের দাবি- *সম্পূন্নক্রমে চূড়ান্ত ফলাফল প্রকাশ। *আমাদের নিয়োগ পুরাতন তারিখে দিতে হবে। *আমাদের পুরাতন তারিখ থেকে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে। *আমাদের চাকুরীর মেয়াদ এখনই স্থায়ী করন করে আমাদের পদোন্নতি প্রদান করতে হবে।