সরকারি বিধি না মেনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে দুই ফসলি জমিতে জোড়া ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। একটি ইটভাটার পাশাপাশি দুই ফসলি জমিতে আরও একটি ইটভাটা নির্মাণ করে ফসল বিনষ্ট, গাছপালা ধংস ও পরিবেশ দূষণের অভিযোগ তুলেছেন এলাকাবাসি।
জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামে “এস আর বি” ইটভাটা নির্মাণ করে ব্যবসা করছেন ভাটামালিক শফিকুল আযম চুন্নু মাস্টার। ইতোমধ্যে ওই ভাটার পশ্চিম পাশে নতুন করে আরও একটি ইটভাটা নির্মাণ করছেন তিনি। এনিয়ে অর্ধশত এলাকাবাসী সরকারের বিভিন্ন দপ্তরের অভিযোগ করেন। অভিযোগ তোয়াক্কা না করে ভাঁটা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
ইটভাটার কারণে এলাকার পরিবেশ দুষিত এবং আবাদি জমির ফসল কমে গেছে দাবি করেন স্থানীয় কৃষক ও অভিযোগকারি রাজা মিয়া। তার ভাষ্য সরকারি বিধি না মেনে ঘনবসতিপূর্ণ এলাকায় পাকা রাস্তার ধারে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একাধিক ইটভাটা নির্মাণ করছেন চুন্নু মাস্টার। যা এলাকাবাসীর জন্য অত্যন্ত হুমকির সন্মুখীন হয়ে দাড়িয়েছে।
দুই ফসলি জমিতে ইটভাটা নির্মাণের কোন বিধান নাই, তারপরও কিভাবে ইটভাটা নির্মাণ হচ্ছে এটি ভাববার বিষয় বলেন স্থানীয় দেলোয়ার হোসেন। ইট ভাটার কালো ধোঁয়ার কারণে ওই এলাকার গাছপালা পুড়ে গেছে, স্কুলগামী কোমলমতি ছেলে মেয়েরা নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছে।
ভাটা মালিক শফিকুল আযম চুন্নু জানান, তিনি যে এলাকায় ইটভাটা নির্মাণ করছেন সেটি নিচু এলাকা। শুধুমাত্র ইরি বোরো চাষাবাদ হয়। সরকার ভাঁটা নির্মাণে ব্যাপক নিয়ম কানুন করেছেন সেটি আমরা জানি। কাগজপত্রের আলোক ভাঁটা নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী যেসব অভিযোগ করেছেন সেগুলো সঠিক নয়। তার দাবি পূর্বের ভাটাটি পুরোতন হয়েছে, সেটি থাকবে না। তাই পাশে নতুন ভাঁটা নির্মাণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমানকে পাঠানো হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করে ভাঁটা নির্মাণ কাজ বন্ধ করার জন্য সর্তক করা হয়েছে। এরপরও যদি নির্মাণ কাজ চালিয়ে যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।