গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশ সদস্যরা কর্মবিরতি পরিহার করে স্বাভাবিক কর্মকা-ে ফিরেছেন। মঙ্গলবার সুন্দরগঞ্জ থানাসহ কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ও বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাসহ সদস্যগণ জনগণের জানমাল রক্ষাসহ শান্তি-শৃঙ্খলা বজায় ও রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে কর্মবিরতি পরিহার করে স্বতস্ফূর্তভাবে কাজে যোগদান করেন। যোগদানের পর তাদের উপজেলার সর্বত্রই পেট্রোল ডিউটি ও স্বাভাবিক কাজ-কর্ম করতে দেখা যায়। পুলিশ কাজে ফিরে আসায় সাধারণ মানুষের মাঝে অনেকটা স্বস্তি ফিরতে শুরু করেছে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মাহবুব আলম বলেন, পুলিশ জনগণের বন্ধু। আইন-শৃঙ্খলা বজায় রাখাসহ রাষ্ট্রের নিরাপত্তা অটুট রাখার স্বার্থে আমরা কাজে যোগদান করেছি। উল্লেখ্য গত ০৫ আগস্টের পর থেকে সারাদেশের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা ১১ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করে আসছিলেন।