মেট্রোপলিটন ও জেলার ১৪ থানার পাশাপাশি হাইওয়ে এবং ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা সোমবার সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে হাজিরা দিয়ে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। সকাল নয়টায় নগরীর ব্যস্ততম সড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এ সময় তাদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও দেখা গেছে, পথচারী, যানবাহন চালক ও যাত্রীদের। ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তা করতে দেখা গেছে। জনগণের মুখোমুখি করে দেওয়াসহ সহকর্মীদের ওপর হামলায় হতাহতের ঘটনায় কিছুটা ক্ষোভ ও কষ্ট থাকলেও ১১ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে টানা ছয়দিন পর কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা।
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার এসএম তানভীর আরাফাত পিপিএম বার বলেন, পুলিশ সদস্যদের সাথে সকালে কথা হয়েছে, তাদের মনোবল দৃঢ় আছে। সকাল থেকে ট্রাফিক বিভাগের সদস্যরা তাদের দায়িত্বপালন শুরু করেছেন। অপরদিকে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম বলেছেন, সকাল থেকে জেলার ১০ থানার পুলিশ সদস্যদের পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছেন। প্রতিটি সদস্য তাদের দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। সীমিত আকারে নৌ-পুলিশের সদস্যরা তাদের কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন, নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন।