নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আবিদের বাসা ও অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আবিদ অভিযোগ করে বলেন, আমাদের যৌথ পরিবারে ২০ জন সদস্য রয়েছে। হামলাকারী বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে আমার বাসায় হামলা চালিয়ে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ ছয় লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও বাসার আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল, বাড়ির দলিল আগুন দিয়ে পুড়ে ফেলে। হামলাকারীরা আমার অফিস ভাঙচুর করে সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। এছাড়াও আমাদের পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল নেতা বাপ্পি।
সোমবার দুপুরে হামলা প্রসঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, হামলা ও লুটপাটের দায় বিএনপি নেবে না। এ ঘটনার সাথে বিএনপির কোন নেতা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে সোমবার বিকেলে সংখ্যালঘু অধুষ্যিত আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ ও তার বাসায় হামলা চালিয়ে ভাঙচুরসহ লুটপাট করেছে। এ সময় তাকে না পেয়ে হত্যার হুমকি প্রদর্শন করা হয়েছে। তাদের হুমকির মুখে এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন।