নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের দপদপিয়া ব্রিজের নিচে বিআইডব্লিটিএ’র খেয়াঘাট দখল করতে গিয়ে সোমবার সকালে গণধোলাইর শিকার হয়েছেন প্রভাবশালী এক বিএনপির নেতার শ্যালকসহ তিনজন। তবে গণধোলাইয়ের শিকার তিন যুবক আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল দশটার দিকে ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ নিপনের ছেলে আরিফ হোসেনের নেতৃত্বে তার সহযোগি তারিক ও মাসুম হোসেন ২৪ নম্বর ওয়ার্ডের দপদপিয়া ব্রিজের নিচের বিআইডব্লিউটিএ’র খেয়াঘাট দখল করতে আসে। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ আসাদের নেতৃত্বে স্থানীয় যুবকররা দখলকারীদের বাঁধা প্রদান করেন। এ সময় দখলকারী আরিফ হোসেন নিজেকে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের চাচাতো শ্যালক এবং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রিয়াজ উল ইসলামের শ্যালক পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দখলকারীদের গণধোলাই দিলে তারা দৌঁড়ে পালিয়ে যায়।
স্থানীয় একাধিক বিএনপি নেতারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও তার শ্বশুর পরিবারের লোকজনে ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে দখল সন্ত্রাস শুরু করেছেন। ইতোমধ্যে জিয়া উদ্দিন সিকদার তার আওয়ামী লীগ পন্থী আত্মীয়-স্বজনদের নিয়ে রূপাতলী বাস টার্মিনাল দখল করে নিয়েছেন।
অভিযুক্ত আরিফের মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, কোন দখলকারী আমার আত্মীয়স্বজন নয়। আমার নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দায়ভার আমি নেবোনা।