‘‘সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ’’ এই পতিপাদ্যকে সামনে রেখে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক বনায়ন সৃজন উপলক্ষে "উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা'র আয়োজনে উপজেলা প্রশাসনের সহোযোগিতায় বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ আগষ্ট) সকাল সারে এগারোটার দিকে বরগুনার ভাড়ানি খালের তীরে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ঝাউগাছ, ফুল ও ফলজ গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আঃ হালিম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সৃজনশীল উদ্যোক্তা অ্যাড. সাংবাদিক সোহেল হাফিজ, উসসাস এর প্রধান নির্বাহী অলিউল্লাহ ইমরান।
উদ্ভোধন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা বলেন, বৃক্ষ আমাদের জলবায়ূর ভারসাম্য রক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের উপজেলা প্রশাসনের সহোযোগিতায় এবং ‘‘উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা” (উসসাস) এর আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্ভোদন ঘোষণা করা হয়েছে। আজকে ভাড়ানি খালের পার ঝাউগাছ ও দারুলউলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসায় ফুল ও ফলজ গাছ লাগানো হয়েছে।
‘‘উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা’’র প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান বলেন, ‘‘সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ’’ এই পতিপাদ্যকে সামনে রেখে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক বনায়ন সৃজন উপলক্ষে বরগুনার ভাড়ানি খালের পাড় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফুল ও ফলজ গাছ রোপণ করে আমাদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা শুরু হয়েছে। বাংলাদেশে বনাঞ্চল কম হলেও সামাজিক সংস্থা ও ব্যক্তি পর্যায়ে গাছ লাগানো বৃদ্ধি পাওয়ার ফলে মাথাপিছু গাছের সংখ্যা বাড়ছে। যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বৃক্ষরোপণের এ কর্মসূচি সফল হলে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ বাসযোগ্য হবে।