তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ব্যক্তিগত জীবনের টানাপড়েন থেকে ভালোই বেরিয়ে এসেছেন। নিজেকে তুলে ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের অন্যতম সমর্থক হিসেবে। তাগিদ দিয়েছেন শিল্পীদের নিয়ে দ্রুত একটি কমিটি গঠনের! ভুল বুঝবেন না চমককে। তিনি চাইছেন রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত অরাজনৈতিক শিল্পীদের নিয়ে একটি কমিটি গঠনের। তার ভাষায়, ‘এখন দ্রুত আমাদের শিল্পীদের একটি কমিটি গঠন করা উচিত। যেটি আমাদের সাংস্কৃতিক অঙ্গন রক্ষার কাজে দেবে। যারা মূলধারার শিল্পী, যারা রাজনৈতিক কোনো হস্তক্ষেপ ছাড়া শুধু শিল্পীদের কথা ভাবে, তাদের নিয়ে কমিটি গঠন করা উচিত।’ চমক মনে করেন, শেখ হাসিনা সরকার পতনের পর দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন। এমনকি প্রশ্ন তুলতে পারছেন অন্তর্বর্তী সরকারের কর্মকা- নিয়েও। অভিনেত্রীর ভাষায়, ‘কোনোরকম বৈষম্য থাকবে না, এমন বাংলাদেশ দেখতে চাই। যেখানে সরকার এবং জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। যেখানে জনগণ চাইলেই সরকারের যেকোনও কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে। এছাড়াও সরকার ব্যবস্থা, রাষ্ট্রগঠন সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে।’ তিনি মনে করেন শিল্পীদের রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয়। তার ভাষায়, ‘শিল্পীরা দেশের সব মানুষের। কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে অনেক শিল্পী সুযোগ নিয়েছেন। শিল্পীদের মধ্যে এমন কিছু থাকা ঠিক নয়। তাই এটিকেও পুনর্গঠন করা দরকার বলে মনে করি।’ মত প্রকাশের স্বাধীনতা ও আয়নাঘর প্রসঙ্গ টেনে চমক বলেন, ‘আমরা এখন প্রশ্ন তুলতে পারছি। আগে প্রশ্ন তুললেই আয়নাঘরে নিয়ে যাওয়া হতো। এখন আপনাদের সঙ্গে কথা বলতে গেলে দুইবার চিন্তা করতে হয় না। কী বললে আমাকে আটকাবে, গুম করে রেখে দেবে, এই চিন্তা নেই। এরপর যে সরকার আসবে, সেই সরকারের অধীনে যেন আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি। এটাই আমার চাওয়া।’ বলা দরকার, ৫ আগস্ট সরকার পতনের পর রঙ-তুলি নিয়ে শহরের দেয়ালে ছবি আঁকছেন চমক।