পিরোজপুরের কাউখালী থানায় ফেরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় কাউখালী থানার ওসি সহ অন্যান্য পুলিশ সদস্যদের হাতে রজনীগন্ধা দিয়ে রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালন করায় শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ, জামায়াত ইসলাম দল, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাউখালী শাখার নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী শাখার আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সদস্য সচিব সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ,এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা সিদ্দিকুর রহমান ও ইসলামিক আন্দোলন বাংলাদেশ কাউখালী শাখার সহ-সভাপতি হাফেজ রেজাউল করিম, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির। ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, রাষ্ট্রের প্রয়োজনে পুলিশ থানায় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন। পুলিশ জনগণের শত্রু না, জনগণের বন্ধু। আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা সব সময় আপনাদের পাশে আছি। অপরাধী যে দলের হোক না কেন আমরা তাদের আইনের আওতায় আনব। আপনারা আইন কেউ হাতে নিবেন না। এবং প্রশাসনের পক্ষ থেকেও কাউখালী উপজেলা বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয় এতদিন তারা এই উপজেলায় মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকায় রাতভর পাহারা দিয়ে এলাকার নিরাপত্তা নিশ্চিত করেছেন। এরপর নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সাথে উপজেলা হল রুম মতবিনিময় সভা করেন।