বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ আব্দুল্লাহ আল আবিরের নগরীর গোড়াচাঁদ দাস রোডের বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা দিয়েছেন জামায়াতের নেতৃবৃন্দরা।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মহানগর কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, কোতোয়ালী উত্তর থানার আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, সেক্রেটারি হাফেজ জাবের হাসান, জামায়াত নেতা শামীম কবির, অধ্যাপক জাহাঙ্গীর কবির, সৈয়দ মোহাব্বত উল্লাহ মাহেদ, মোকসেদুর রহমান, মাসুম বিল্লাহ, অ্যাডভোকেট মাহমুদুল হাসান দোলন উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা নিহত আবিরের পরিবারের খোঁজ-খবর নিয়ে গভীর সমবেদনা প্রদান করেন। সোমবার দুপুরে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, আব্দুল্লাহ আল আবিরের মতো সাহসী ছেলেরা বুক পেতে গুলির সামনে দাঁড়ানোর কারণেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এ জাঁতি এই সাহসী সন্তানদের চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি আরো বলেন, আমিরে জামায়াতের নির্দেশনা মোতাবেক আমরা প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিয়ে খোঁজ-খবর নিচ্ছি এবং সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রেখেছি।
উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট স্টাফ আব্দুল্লাহ আল আবির কোটা সংস্কার আন্দোলনে নেমে গত ১৯ জুলাই পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। গুলিতে তার পেটের ভেতরটা ছিন্নভিন্ন হয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপাচারে ১১ ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি। পরেরদিন ২০ জুলাই সকালে আব্দুল্লাহ আল আবির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২১ জুলাই দিবাগত রাতে তাকে জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামের পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।