জেলার মুলাদী উপজেলায় দিনদুপুরে লুটপাটের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় জনতা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুর্বৃত্তদের প্রতিহত করেন। গ্রামবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা নদী সাঁতরে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার বাটামারা ইউনিয়নের সীমান্তবর্তী চিঠিরচর এলাকায়।
সোমবার সকালে ওই গ্রামে ইসমাইল মোল্লা জানান, চিঠিরচর গ্রামের সাথে কালকিনি উপজেলার সিডিখান এলাকার সীমান্ত রয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে সিডিখান এলাকা থেকে তিনটি ট্রলারে ৫০/৬০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে চিঠিরচর গ্রামে প্রবেশ করে। তারা গ্রামের জামাল হাওলাদার, আবদুল কাদের সিকদার, বাবুল সিকদার, চুন্নু সিকদারের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটের চেষ্টা করে। এ সময় কতিপয় যুবক মসজিদের মাইকে দুর্বৃত্তদের প্রতিহতের ঘোষণা দেওয়ার পর গ্রামের সবাই লাঠিসোটা নিয়ে দুর্বৃত্তদের ধাওয়া করে। একপর্যায়ে গ্রামবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা নদীতে ঝাঁপ দেয়। পরে তাদের সহযোগিরা ট্রলার দিয়ে উদ্ধার করে পালিয়ে যায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বাটামারা ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু বলেন, দিনদুপুরে গ্রামে প্রবেশ করে লুটপাটের চেষ্টায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। সোমবার দুপুরে মুলাদী থানার ওসি মোঃ জাকারিয়া বলেন, বিষয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।