খুলনার দিঘলিয়া উপজেলায় আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলের মাঝ পথে এসে দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের মধ্যে দুটো ¯্রােতধারা পরিলক্ষিত হয়। স্থানীয় আওয়ামী লীগ ও এমপি লীগ। যা পরবর্তীতে জনপ্রতিনিধি লীগে পরিণত হয়। এলাকার সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক মহল সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়ায় আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলের মাঝামাঝি এসে খুলনা-৪ আসনের (দিঘলিয়া-তেরোখাদা-রূপসা উপজেলা) নৌকার মাঝি পরিবর্তন হয়ে আসে আবদুস সালাম মূর্শেদী। এ আসনে নৌকার মাঝি ছিলেন এস এম মোস্তফা রশিদী সুজা। তার মৃত্যুর পর থেকে এ আসনে নৌকার মাঝি (সংসদ সদস্য) হন আবদুস সালাম মূর্শেদী। সংসদ সদস্য হিসেবে তার এ আসনে নৌকার মাঝি হিসেবে আসার পর থেকে দিঘলিয়ায় আওয়ামী লীগের ¯্রােতধারা দুটো ধারায় বিভক্ত হয়ে পড়ে। দিঘলিয়ার বিএনপি জামাত ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বাক রোধ করে দিঘলিয়ায় সর্বমহলে ত্রাসের রাজত্ব কায়েম করে। হুমকি ধামকী, মিথ্যা মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া, পুলিশ ও প্রশাসনের মাঝে অশুভ প্রভাব বিস্তার করে দিঘলিয়া উপজেলার মাঠে ময়দানে যেমন কোণঠাসা করে রেখেছিল তেমনি উপজেলা পরিষদে বিএনপি-জামাতের লোকের কোনো প্রকার প্রতিনিধিত্বও ছিলনা। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ৫ টিতে নৌকার বিপরীতে বিদ্রোহী প্রার্থীদের বিজয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদীর সর্ব সমর্থন চলে যায় জন প্রতিনিধি লীগের দিকে। একটা মাত্র ইউনিয়ন বারাকপুরে শুধু নৌকার প্রার্থী বিজয়ী হয়। কয়েক মাস যেতে না যেতেই সেই চেয়ারম্যানও দুর্বৃত্তের হাতে খুন হয়। দিঘলিয়ায় পুরোপুরি প্রতিষ্ঠা লাভ করে এমপি সালাম মূর্শেদীর নেতৃত্বে এমপি লীগ বা জন প্রতিনিধি লীগ। তৎকালীন এমপি আবদুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে বিরোধী দল জামায়াত শিবির ও বিএনপির উপর দমন পীড়নের নকশা তিনি নিজেই করতেন এবং দিঘলিয়া থানা পুলিশ এবং এমপি লীগের সদস্যদের দিয়ে তা বাস্তবায়ন করা হতো এমনটাই জানিয়েছেন এলাকার ভুক্তভোগী মহল। দিঘলিয়ায় এমপি আবদুস সালাম মূর্শেদীর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠায় নিজ দলের মধ্যেই একাধিক হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানা যায়। যে হত্যাকান্ডগুলো এলাকার লোমহর্ষক হত্যাকা-। দিঘলিয়ার নির্যাতনের শিকার লোকজন সূত্রে জানায়, রাজনৈতিক জুলুমকারীদের কোনো স্থায়ী দল থাকে না। তারা সব সময় আঁতাত করে চলে। কায়া পাল্টাতে তাদের সময় লাগেনা। তারা সাময়িক রাজনৈতিক চাপে পড়লেও পরে আসন মজবুদ করে ফেলে। ক্ষতিগ্রস্থ হয় দলের নিবেদিত কর্মী ও সমর্থকেরা। দিঘলিয়ায় আওয়ামী রাজনৈতিক অঙ্গনে এমনটাই ঘটেছে বলে ভুক্তভোগীমহল অভিমত ব্যক্ত করেন। সূত্র আরো জানান, দিঘলিয়া পুলিশ ও প্রশাসন সকলই আছেন। বিরোধী দলের উপর দমন পীড়ন ও উপজেলা পরিষদের উন্নয়ন কাজে অধিকারহীন, এমনকি স্থানীয় সাংবাদিকদের মাঝে গঠনতন্ত্র উপেক্ষা করে সকল কাজে বাইরে রাখার ভূমিকায় কারা ছিল এবং কেন ছিল তা তদন্ত করলেই বেরিয়ে আসবে। এবং দিঘলিয়া উপজেলা পরিষদের সকল অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও দিঘলিয়া থানা পুলিশ ও প্রশাসনের মাঝে অশুভ ও নগ্ন প্রভাব কে বা কারা খাটিয়েছে তা উন্মোচন হওয়া সময়ের দাবী বলে অভিমত ব্যক্ত করেছেন বিজ্ঞমহল। দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া তেঘাড়িরমোড় ও বোগদিয়া স্কুল মাঠে বোমা বিষ্ফোরণ ও তাজা বোমা রেখে মিথ্যা নাটক সাজিয়েছিল কে বা কারা এবং সেদিন জামায়াত শিবির, বিএনপির কয়েকশত নেতা কর্মীকে বোমা বিষ্ফোরণের আসামি করে গ্রেপ্তার ও ঘরবাড়ি ছাড়া করেছিল তা তৎকালীন দিঘলিয়া থানার ওসি রিপনবাবুসহ অনেক পুলিশ অফিসারগণ বলতে পারবে। আর দিঘলিয়া উপজেলার সকল আবদুস সালাম মূর্শেদী প্রেমীরা কেউ এ দায় এড়াতে পারবেন না এমনটাই জানিয়েছেন ভুক্তভোগীমহল।