টাঙ্গাইলে দেলদুয়ার থানা পুলিশে স্বাভাবিক কার্যক্রম মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাকিলা পারভীন, সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশানুর দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ সরকারকে সঙ্গে নিয়ে বেলা ১২ টায় থানার মূল ফটক উন্মোচন করেন। এ সময় স্থানীয় সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি, এলাকার সুধীজন, সেনা সদস্য, কর্মস্থলের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। ওসি প্রদ্যুৎ সরকার বলেন, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। আনুষ্ঠানিক উন্মোচনের মাধ্যমে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হলো। সকলের সহযোগিতা কামনা করছি।