রাঙ্গামাটির শহরে জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা ফেরাতে পুরোদমে মাঠে নেমেছে পুলিশ বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ। তিনি বলেন, এর মধ্য রাঙ্গামাটির ১২টি থানায় কর্মস্থলে ফিরে পুলিশ সদস্যরা দাপ্তরিক কার্যক্রমের কাজ শুরু করেছেন। আর থানার কার্যক্রম শুরু হওয়ায় মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্রম জোর তৎপরতা চালানো হচ্ছে।
সোমবার (১২ আগষ্ট) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র বনরুপা সিএনজি স্টেশন চত্বরে পুলিশের কার্যক্রম পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহনেওয়াজ, মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সাইফুল ইসলাম, কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলীসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাঙ্গামাটি শহরের কিছু কিছু স্থানে আনাকাঙ্খিত ঘটনা ঘটলেও রাঙ্গামাটি জেলায় পুলিশের উপর কোনো ধরনের হামলা হয়নি। সুরক্ষিত রয়েছে পুলিশের সকল স্থাপনা। তাই দেশের অন্যান্য স্থানের ন্যায় রাঙ্গামাটি শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান, শহরে যানবাহন নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা যাতে বিঘিœত না হয় তার জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।
এসময় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ সাংবাদিকদের আরো বলেন, পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে দ্রুততার সাথে কাজ শুরু করে দিয়েছে। রাঙ্গামাটি জেলার সবগুলো থানার কার্যক্রম চালু রয়েছে। ইতিমধ্যেই আমাদের অফিসের অফিশিয়াল কার্যক্রম চলমান রয়েছে। আমাদের পুলিশ সদস্যরা থানায় দায়িত্ব পালন এর পাশাপাশি আগের মতো রাস্তায় টহল দিচ্ছেন। থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তিনি ছাত্র, রাজনৈতিক নেতৃত্ব সহ সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে বিরাজমান রাজনৈতিক অস্তিরতায় দেশের বিভিন্ন জায়গায় পুলিশের স্থাপনা সমূহে আক্রমণ করে নির্বিচারে পুলিশ সদস্যদের হত্যা, আহত ও জ¦ালাও পোড়ায়ের করণে দেশের অধিকাংশ থানা, ফাঁড়িতে দায়িত্বরত পুলিশরা কর্মস্থল ত্যাগ করে। পরবর্তীতে গত ৬ আগস্ট হতে সারাদেশের পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করে। তাদের দাবি সমূহ পূরণ করবে মর্মে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে অবশেষে কর্মবিরতি ত্যাগ করে পুলিশ সদস্যরা কর্মস্থলে পুরোদমে কাজ শুরু করেন।