বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র স্বপ্নবাজ তরুণদের স্বপ্ন সাম্য, ন্যায় ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং চলমান পরিস্থিতিতে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে পথসভা করছেন জামায়াতে ইসলামী, গফরগাঁও উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
গত পাঁচদিন ধরে গফরগাঁও উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন হাট-বাজার, ব্যবসা-প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থানে রেলি ও পথসভা আয়োজন করে গফরগাঁও উপজেলা ও পৌর শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল ও পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক এর নেতৃত্বে পথসভাগুলোতে বক্তব্য রাখেন উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ। পথসভায় বক্তারা বলেন, বিজয়ের পর বিজয়ের আনন্দকে ধরে রাখতে কারোর উপর কোনো প্রতিশোধ না নিতে নেতা-কর্মীদের নির্দেশনা দেয়া হয়।