অনতিবিলম্বে সাম্প্রদায়িক হামলা বন্ধ, হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক বিচার, হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও বাস্তহারাদের জায়গা-জমি ফিরিয়ে দেওয়ার জন্য সরকারি পদক্ষেপ গ্রহণের দাবিতে নগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনসমূহের আয়োজন এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের মহানগর সভাপতি ভানু লাল দে। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা সভাপতি মানিক মুখার্জি, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, কেন্দ্রীয় সদস্য সুরঞ্জিত দত্ত লিটু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, সাধারণ সম্পাদক জয়ন্ত দাস প্রমুখ।
বক্তারা বলেন, জেলার বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন চালানো হচ্ছে। মন্দিরসহ বসতবাড়ি ভাঙচুর করা হচ্ছে। সম্পদ লুট করা হচ্ছে। আর প্রশাসন এ অবধি কার্যকর পদক্ষেপ না নেওয়ায় লুটপাট, হামলার ঘটনা বেড়েই চলছে।